বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

বরিশালে পুকুরে ডুবে আয়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আয়ান সেনা কল্যাণ সংস্থায় কর্মরত সালাউদ্দিনের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, নিহত আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন। সেই সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন। সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খোঁজ করলে কোয়ার্টারের পুকুরে পাওয়া যায়। তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেএস/জিকেএস