ঘরে মিললো শিশুর মরদেহ, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

রাজবাড়ী পাংশার বাহাদুরপুরের ডাঙ্গীপাড়া এলাকায় ৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ( ৬ ফেব্রুয়ারি) বিকেলে ডাঙ্গীপাড়ার মিম-আলামিন দম্পতির বসতঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ শিশুটির মা মিম, বাবা আলামিন, দাদা হাবিবুর ও দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে। তারা সবাই পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাণ গেলো চেয়ারম্যানের ছেলে-ভাতিজার -
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাসুদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে অভিযোগ উঠেছে শিশুটির মা শিশুটিকে গলাটিপে হত্যা করেছে। যেকারণে শিশুটির মা-বাবা ও দাদা-দাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রুবেলুর রহমান/জেএস/জিকেএস