টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেলো শিশুর

ফাইল ছবি
টাঙ্গাইলের গোপালপুরে রেজিস্ট্রেশনবিহীন (অবৈধ) বালুবাহী ট্রাকের চাপায় রুবায়েত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কড়িয়াটা গ্রামের মনির মিয়ার সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
তিনি জানান, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে ভাতাবিষয়ক কাজ শেষে প্রতিবন্ধী রিপন মিয়া তার শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ল্যাংড়া বাজার এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোপালপুর থানার ওসি।
আরিফ উর রহমান টগর/জেডএইচ/