পদক্ষেপের বিজনেস প্ল্যান শীর্ষক জাতীয় কর্মশালা

বিজনেস প্ল্যান পর্যালোচনা, অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক।
সংস্থার নির্বাহী পরিচালক মো. সালেহ্ বিন সামসের সভাপতিত্বে কর্মশালায় পরিচালক মুহম্মদ রিসালাত সিদ্দীক, যুগ্ম-পরিচালক রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান সিদ্দীক, সাইয়েদুল ইসলাম, মো. শামছুজ্জামান ও মুহম্মদ সরওয়ার মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৮৬ সাল থেকে দেশব্যাপী সম্ভাবনার ক্ষমতায়নে সাম্যে গড়া টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করে আসছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সমন্বিত উন্নয়ন কৌশল, হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের আলোকে দারিদ্র্য বিমোচনে সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন, ক্ষুদ্র অর্থায়ন ও সঞ্চয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সেবা দিয়ে আসছে।
আরএইচ/জেআইএম