সাহাবুদ্দিনকেও রাষ্ট্রপতি হিসেবে মানুষ মেনে নেবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আলোচনায় না থাকলেও মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মানুষ সহজে গ্রহণ করবেন। স্পিকার শিরীন শারমিনকেও সহজে কেউ মেনে নিতে চাননি। আবার তাকে রাষ্ট্রপতি হিসেবেও দেখতে চেয়েছেন অনেকে।
সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কৃষিবিদ দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা কত মানুষকে আলোচনায় (রাষ্ট্রপতি পদে) নিয়ে এসেছেন। সেটির সমালোচনা করতে চাই না। তবে যাকে দেওয়া হয়েছে (রাষ্ট্রপতি) তিনি একজন সচিব ছিলেন। ভালো একজন আইনবিদ ও বড় পদেই ছিলেন।
আরও পড়ুন: দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন
আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ১৭ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আমরা সব কৃষিবিদ নিরলসভাবে কাজ করে যাব।
সেমিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাকৃবির উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাকৃবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফয়েজ কুতুবী, বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ইয়াছিন আলী, বাকৃবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রহমতুল্লাহ, বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মো. নজিবুর রহমান, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস