১৯ ঘণ্টায়ও মেলেনি বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শাহাবুল হোসেন বাবুর (২৩) মরদেহ ১৯ ঘণ্টা পরও ফেরত পায়নি স্বজনরা।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ফকির পাড়া সীমান্তের ২০০ গজ ভেতরে এ ঘটনায় ঘটে।
শাহাবুল হোসেন বাবু হাকিমপুর উপজেলা ধরন্দা ফকির পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
শাহাবুলের বাবা আবুল হোসেন বলেন, বাড়ির পাশের কয়েকটি গোডাউন পাহারাদারের কাজ করি। শুক্রবার রাতে দুই রাউন্ড গুলির শব্দ শুনি। পরে জানতে পারি আমার ছেলেকে নাকি বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে। কাল রাত থেকে মরদেহের অপেক্ষায় আছি এখনো ফেরত দেয়নি।
আরও পড়ুন: হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিহতের স্ত্রী বাবলী আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। শুক্রবার রাতে শুনি তাকে ভারতীয় বিএসএফ সদস্যরা গুলি করেছে। একদিন পার হলেও এখনো মরদেহের কোনো সন্ধান পাইনি।
এদিকে শনিবার দুপুরে ওই যুবকের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা টিনের ছাউনি ঘেরা তার বাড়ি। জীর্ণ কুঠিরে পরিবারের সবাইকে নিয়ে বাস করতেন। অসুস্থ বাবা ছেলের মরদেহের জন্য কান্না করছেন।
জানাতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে নিহত ওই যুবকের নামে থানায় একটি মামলা রয়েছে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আলোচনা করে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম