রাজশাহীতেও বসছে হলিডে মার্কেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০১ মার্চ ২০২৩

রাজধানী ঢাকার পর রাজশাহীতে শুরু হচ্ছে হলিডে মার্কেট। প্রাথমিকভাবে আগামী ৯-১১ মার্চ এ মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (১ মার্চ) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মাসে পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সেই মেলায় আমি উদ্যোক্তাদের জন্য কিছু করতে অনুরোধ জানাই। সিটি করপোরেশনের মেয়র তাদের ভবনের একটি ফ্লোর বরাদ্দ দেওয়ার কথা জানান। কিন্তু ফ্লোর বরাদ্দ না হওয়া পর্যন্ত উদ্যোক্তারা ঝরে যাবে। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন: আগারগাঁওয়ে হলিডে মার্কেট বসছে আজ 

মাসুদুর রহমান বলেন, হলিডে মার্কেটটি শুরুতে সিঅ্যান্ডবি মোড় এলাকায় বসবে। এটি রমজানের আগে আর হবে না। তবে রমজানের পর আমার প্রতিটি ওয়ার্ডে এটি ছড়িয়ে দিবো।

চেম্বার সভাপতি আরও বলেন, মার্কেটটিতে বুকিং ফি হিসেবে আড়াই হাজার টাকা ধরা হয়েছে। প্রতিটি উদ্যোক্তাকে ছাতা, টেবিল, দুটি চেয়ার ও নামের ব্যানার সরবরাহ করা হবে। এখানে মূলত উদ্যোক্তা আসবে। এখানে ৬০টি দোকান থাকবে। এরমধ্যে ৪৫টি দোকান বুকিং হয়ে গেছে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।