১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সমাবেশ হবে: পরশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৬ মার্চ ২০২৩

আগামী ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সোমবার (৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ এলাকায় মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল পাঠানের উদ্যোগে নির্মিত ‘তুমিই বাংলাদেশ’ চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Porosh-1.jpg

যুবলীগ চেয়ারম্যান বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেছেন। এ বিভাগের মানুষ তাকে বরণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমাদের ধারণা, এটি হবে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সমাবেশ, যা আগে কোনো নেতা করতে করতে পারেননি।

তিনি আরও বলেন, ময়মনসিংহে যা ক্যাপাসিটি আছে, তাতে মনে হচ্ছে সমাবেশের দিন পুরো নগরীজুড়ে জনস্রোত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক রয়েছে। ময়মনসিংহসহ আশপাশের জেলাগুলো আওয়ামী লীগের ঘাঁটি এবং এখানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী।

Porosh-1.jpg

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে আয়োজিত নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে মহানগর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরশ।

আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগরীর সার্কিট হাউজ ময়দানে জনসভায় যোগ দেবেন। ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, এমপিসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা ঘিরে নগরীর প্রধান প্রধান মোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার-ফেস্টুন।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।