কার্টুনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০২ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সলঙ্গা থানা পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকার কলিকাতা হারবাল সেন্টারের সামনে একটি কার্টুনের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করে।  

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলিকাতা হারবাল সেন্টারের সামনে কার্টুনের ভেতর নবজাতকের মরদেহ দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে কার্টুনসহ মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, প্রসবের পর মৃত নবজাতককে কেউ ফেলে রেখে চলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের ব্যবস্থা করা হয়েছে।  

বাদল ভৌমিক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।