সাভারে বংশীর তীর থেকে ৯১ স্থাপনা উচ্ছেদ
ঢাকার আশুলিয়ায় বংশী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় দোকানপাটসহ ৯১ টি আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
রোববার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আদনান চৌধুরী ও সুবির কুমার দাশ এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ আদালতের নির্দেশের পর বংশী নদী তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করতে স্থাপনাগুলোর মালিকদের আগে নোটিশ দেওয়া হয়েছিল। অনেকে নিজ দায়িত্বে কিছু স্থাপনা সরিয়ে নিলেও অনেকেই নোটিশ অমান্য করে। যারা নোটিশ অমান্য করেছেন তাদের স্থাপনা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সবার সহযোগিতায় উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে প্রায় ৫০ শতাংশ নদীর জায়গা উদ্ধার হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবির কুমার দাশ জাগো নিউজকে বলেন, দীর্ঘ দিন থেকে বংশী নদীর তীরে ৫০ শতাংশ জমিতে দোকানসহ ৯১টি অবৈধ স্থাপনা পরিচালনা করে আসছিল একটি মহল। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সরকারি কোনো জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই। আজ যেভাবে দখল মুক্ত করেছি আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
মাহফুজুর রহমান নিপু/এসজে/জিকেএস