সিরাজগঞ্জে দিনব্যাপী শিক্ষা উপকরণ প্রদর্শন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৫ মার্চ ২০২৩

সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী শিক্ষা মেলায় শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মেলার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই আরও আকর্ষণীয় করতে এবং পাঠ্যবইয়ের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পেতে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে এ মেলা সাজানো হয়েছে। মেলায় জেলার প্রতিটি উপজেলা আলাদাভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে স্টল সাজিয়েছে।

মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা।

এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদসহ অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।