চিকিৎসক না হয়েও নামের আগে ‘ডাক্তার’, ফার্মেসি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ মার্চ ২০২৩

যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডাক্তার’ লেখায় বগুড়ায় মাহবুবুর রহমান নামের এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গোদাড়পাড়া বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযানের সময় বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমান গোদারপাড়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। তিনি চিকিৎসক নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডাক্তার’ শব্দ ব্যবহার করে ওষুধের ব্যবসার আড়ালে দুটি বেড বসিয়ে চিকিৎসা দিতেন। চিকিৎসার নামে এলাকার সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন মাহবুবুর। তার শুধু ফার্মেসির লাইসেন্স আছে। এজন্য মাহবুবুরকে জরিমানাসহ ফার্মেসি সিলগালা করা হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।