সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৯ মার্চ) দুপুরে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ফারুক মিয়া কুমিল্লার মুরাদনগর থানার পৈায়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে।
এরশাদুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ১৩৭ কেজি গাঁজাসহ ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২৪ টি ড্রাম ও একটি মোবাইল জব্দ করা হয়। ফারুক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ের কথা স্বীকার করেছেন।
এম এ মালেক/আরএইচ/এএসএম