বরগুনায় চার জেলের জরিমানা, ট্রলার বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২৩

বরগুনার আমতলীতে অবাধে মাছ শিকারের অপরাধে চার জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান এ আদেশ দেন।

এসময় একটি ইঞ্জিনচালিত ট্রলার ১২ হাজার ৬৫০ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রিসহ চার জেলেকে সাড়ে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আট হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।

সদর উপজেলার বুড়িরচর এলকার আহাদ মুমিন গাজীর ছেলে আনছার মুন্সি এক হাজার টাকা, একই এলাকার শহীদ মুন্সির ছেলে শাহীন মুন্সি এক হাজার টাকা, সদর উপজেলার কেওরাবুনিয়া এলাকার মজিদ ফকিরের ছেলে ইদ্রিস ফকির দুই হাজার ৫০০ টাকা, সদর উপজেলার পূর্ব কেওরাবুনিয়া এলাকার জলিল খানের ছেলে মেহেদী হাসান পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, পায়রা নদীতে অবৈধ জাল জব্দ ও মাছ শিকার বন্ধে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে চার জনকে আটকসহ ট্রলার ও জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, চার জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

মো. আব্দুল আলীম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।