ঈদের আগে পাটকল শ্রমিকদের বকেয়াসহ ৬ দাবি

বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ছয় দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা এসব দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আ ফ ম মহসিন, মনির চৌধুরী সোহেল, মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন, ওমর আলী, সুতপা বেদজ্ঞ।
লিখিত বক্তব্যে কুদরত ই খুদা বলেন, ২০২০ সালের ২ জুলাই সরকার ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়। কল বন্ধের দুই মাসের মধ্যে সকল পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও অদ্যাবধি অনেক শ্রমিক এরিয়ারসহ তাদের বকেয়া পাননি। খুলনার খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জের জাতীয় জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি ও আর আর জুট মিলের শ্রমিকরা এখনো বকেয়ার কোনো টাকাই পাননি।
তিনি আরও বলেন, মামলা থাকা শ্রমিকদেরও বকেয়া পরিশোধ করা হচ্ছে না। অনেকে সঞ্চয়পত্রের কাগজ এখনো পাননি। ফলে শ্রমিকরা নিদারুণ যন্ত্রণা ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। বর্তমানে জীবনযাপন ব্যয় বাড়ায় কর্মহীন এবং বকেয়া পাওনা থেকে বঞ্চিত শ্রমিকরা তাদের পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। রোজা এবং ঈদুল ফিতর সমাগত। এ অবস্থায় ঈদের আগে সব শ্রমিকের বকেয়া পরিশোধ এবং সঞ্চয়পত্রের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি।
আলমগীর হান্নান/এসজে/জেআইএম