২৬ মার্চ ঘিরে সাভারে চার স্তরের নিরাপত্তা: এসপি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৩ মার্চ ২০২৩

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের একথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে এরইমধ্যে বহিরাগতদের সৌধ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিরাপত্তাবেষ্টিত এলাকায় কারা কারা অবস্থান করছেন সেটা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করবে। ট্রাফিক ব্যবস্থাপনায় স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে, যেন ওইদিন ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো ধরনের অসঙ্গতি না থাকে।

এসময় ২৬ মার্চ প্রথম প্রহরে যারা স্মৃতিসৌধ এলাকার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে গাবতলীর দিকে যাবেন তাদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেন পুলিশ সুপার।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।