রাজশাহী সিটি করপোরেশনে জাপার মেয়রপ্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ মার্চ ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে শাহাবুদ্দিন বাচ্চুকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন বাচ্চু বলেন, দলের কেন্দ্র থেকে সবুজ সংকেত পেয়েছি। মেয়র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবো। মেয়র নির্বাচিত হলে বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে রাজশাহী নগরীকে ঢেলে সাজাতে কাজ করবো।

তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে রাজশাহী থেকে সন্ত্রাস নির্মূল করা হবে। এখানে কোনো জঙ্গিবাদের আস্তানা থাকবে না। কেউ এক টাকার দুর্নীতি করলে তার বিচার হবে।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগরের সাবেক সাংগটনিক সম্পাদক এবিএম পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন জানান, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় পার্টির রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক নাই। তিনি রওশন এরশাদপন্থি। সেই হিসেবে তিনি এককভাবে এ সংবাদ সম্মেলন করেছেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।