পূর্বধলায় শিলাবৃষ্টিতে ঘরবাড়ি-ফসলের ব্যাপক ক্ষতি

নেত্রকোনার পূর্বধলায় ঝড় ও শিলা বৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি, গাছপালাসহ প্রায় সাড়ে সাতশো হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোরে আধঘণ্টা ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টি হয়।
স্থানীয় কৃষিবিভাগ জানায়, ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার ১১ ইউনিয়নের গোহালাকান্দা, খালশাউর, নারান্দিয়া, বিশকাকুনি ইউনিয়নে কৃষকের বেশি ফসলের ক্ষতি হয়েছে। এদিকে সদরের মৌগাতি ইউনিয়নের প্রায় তিনশো হেক্টর জমির বোরো ফসল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার।
পূর্বধলা শালদিঘা গ্রামের কৃষক হুমায়ুন কবির বলেন, আকস্মিক ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আধাপাঁকা ধানক্ষেত একেবারেই নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন: শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
মাসকান্দা গ্রামের নজরুল ইসলাম বলেন, প্রায় আধঘণ্টা স্থায়ী শিলাবৃষ্টিতে রবিশষ্য, উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ফজল বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামে শিলাবৃষ্টির কারণে রবিশষ্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া শালদিঘা হামিদপুর ও কামালপুর গ্রামে গাছপালা ও ঘরের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া খলিশাউর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বেশকিছু আধাপাঁকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে ঝড় ও শিলাবৃষ্টির ফলে উপজেলার তিনটি ইউনিয়ন নারান্দিয়া, খলিশাউর ও গোহালাকান্দায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় সাড়ে সাতশো হেক্টর জমির বোরো ধান শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে। এরমধ্যে খলিশাউর ইউনিয়নের প্রতাপপুর, মাসকান্দা ও হাপানিয়া গ্রামে ফসলের বেশি ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা জরিপ করছি।
পুর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান প্রিন্স বলেন, ঝড় ও শিলা বৃষ্টিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরুপণের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি পরে জানা যাবে।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম