রাজবাড়ী হয়ে ভাঙ্গা গেলো পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৪ এপ্রিল ২০২৩

রাজবাড়ী রেলওয়ে স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গায় গেলো ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’। সোমবার (৩ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে স্পেশাল ট্রেনটি ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এরআগে সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

মঙ্গলবার (৪ এপ্রিল) স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে পার হবে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’। দুপুরে ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া ঘাট প্রান্তে যাবে। ট্রেনটিতে কোচ রয়েছে সাতটি।

jagonews24

ট্রেনটির চালক রবিউল ইসলাম বলেন, ‘পদ্মা সেতুতে ট্রেন চলবে। সেই ট্রেনের চালক আমি। এমন একটি স্মরণীয় ঘটনার ট্রেনের প্রথম চালক হতে পেরে আমি আনন্দিত। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, সৈয়দপুর থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনে আসে। ৭টা ৪৫ মিনিটে ভাঙ্গা রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।