কারখানার সীমানা প্রাচীর ধস, রক্ষা পেলেন শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১১ এপ্রিল ২০২৩

সিরাজগঞ্জে মেসার্স জিব্রাইল ট্রেডার্স প্লাস্টিক কাটিং অ্যান্ড রিপেয়ারিং কারখানার সীমানা প্রাচীর ধসে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহর-নলকা রোডের চক শিয়ালকোলে গড়ে ওঠা কারখানাটির সীমানা প্রাচীর হঠাৎ ধসে পড়ে।

ঘটনার সময় ৪০-৫০ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন।

কারখানার মালিক জিনহার আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতবছর বৃষ্টির মৌসুমে কারখানার সীমানা প্রাচীর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এভাবে যে হঠাৎ করে ধসে পড়বে জানা ছিল না।

কারখানার শ্রমিক মনোয়ারা খাতুন জাগো নিউজকে বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ওয়ালটি ধসে পড়ে। তবে আমাদের কিছু হয়নি।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।