সিলেট সিটি নির্বাচন

নগরবাসীকে এক হওয়ার আহ্বান জানালেন আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩
আনোয়ারুজ্জামান চৌধুরী/ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর উন্নয়নে স্বার্থে নগরবাসীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে দলের বৈঠকে সিদ্ধান্ত আসার পর পর সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

নির্বাচনে জয়লাভ করলে কী করবেন সেই পরিকল্পনা জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগর এই সিলেটের পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান করে আগামীতে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে ও বর্তমান নগর পিতার মতামত নিয়ে একটি আইডল নগর গড়ে তুলবো।

তাকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে ধন্যবাদ জানান। তিনি আওয়ামী লীগের সব নেতাকর্মীকে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে নিরলস কাজ করায় আহ্বান জানান তিনি।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

ছামির মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।