ঈদে সন্দ্বীপ নৌরুটে শিক্ষার্থীদের বিনামূল্যে যাত্রীসেবা

জিসান মাহমুদ
জিসান মাহমুদ জিসান মাহমুদ , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

ঈদের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে নীড়ে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষেরা। খুশির দিনটি পরিবারের সঙ্গে উদযাপনে কমবেশি সবাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটছে সন্দ্বীপে। সেখানে চট্টগ্রাম, ঢাকায় পড়ুয়া শিক্ষার্থী নেহাত কম নয়।

এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ফ্রি যাতায়াত সেবা দিচ্ছে ‘হিউম্যান ২৪’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি। মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন এই দ্বীপের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। একদিকে এখানে ঘরমুখো মানুষদের ভিড় অন্যদিকে টিকিটের চড়া দাম। ফলে অনেক সময় শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষদের টিকিট কিনতে হিমশিম খেতে হয়।

আগামী ২০ ও ২১ এপ্রিল জেলা পরিষদের অনুমতি সাপেক্ষে কাঠের বোট কিংবা অন্যকোনো নৌযানে শিক্ষার্থীদের এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটি। শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন কিংবা হালিশহর নাহার কম্পিউটারে সরাসরি স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে ট্রাভেল পাশ সংগ্রহ করতে পারবে। শুধু শিক্ষার্থীদের জন্য নই, এই সুযোগ থাকবে নিম্ন আয়ের মানুষদের জন্যও। তারাও জাতীয় পরিচয়পত্র দিয়ে ফ্রি যাতায়াতের সুবিধা পাবে।

‘হিউম্যান ২৪’ উদ্যোক্তাদের একজন ওমর ফয়সাল জানান, ঈদ উপলক্ষে দেশের অনেক জায়গায় শিক্ষার্থীদের জন্য সেসব এলাকার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি কিংবা শিল্প উদ্যোক্তারা এমন সেবা দিয়ে থাকেন। কিন্তু সন্দ্বীপে এর আগে কখনো এমন উদ্যোগ নেওয়া হয়নি। আমরা প্রথমবারের মতো সেটা চালু করতে পেরেছি। শুধু নৌ যাতায়াত নয়, যাত্রীদের জন্য হালিশহর থেকে ঘাটে পৌঁছানোর জন্য ৩টা বাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, কুমিরা গুপ্তছড়া ঘাট দিয়ে ২০ ও ২১ এপ্রিল দুইদিন এই সার্ভিসটি আমরা দেব। এই লক্ষ্যে ওই ঘাটে যাত্রী পারাপারের দায়িত্বে থাকা জেলা পরিষদ কর্তৃপক্ষ, তাদের ইজারাদার ও বিআইডাব্লিউটিসির কমিশন এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। সকলেই এই বিষয়ে আমাদের সম্মতি দিয়েছেন। সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতাকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এই সার্ভিসটি উদ্বোধনের বিষয়ে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। ১৮ ও ১৯ এপ্রিল দুইদিন আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

সংগঠনটি করোনাকালীন ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা এবং সন্দ্বীপে প্রথম অক্সিজেন কনসেন্ট্রেটরে ফ্রি সেবা চালু করে। এছাড়া মেডিকেলে করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছিল।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।