বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৪ এপ্রিল ২০২৩

বগুড়ার শাজাহানপুরে পুকুরে গোসলে নেমে মিষ্টি (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আনপোনা (৬) নামে আরও এক শিশুকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসলাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মিষ্টি বড়পাথার গ্রামের রং মিস্তিরি আমিনুর ইসলামে মেয়ে। সে স্থানীয় এক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরে মিষ্টি, আনপোনা ও ইশা নামের তিন শিশু গোসল নামে। এ সময় মিষ্টি ও আনপোনা পুকুরের পানিতে ডুবে যায়। তখন ইশা পুকুর থেকে ওপরে ওঠে চিৎকার করলে আনপোনাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এরপ্রায় ১৫ মিনিট পর মিষ্টির মরদেহ উদ্ধার করা হয়।

চোপিনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু জানান, পুকুরে তিন শিশু গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে দুই শিশু পানিতে ডুবে গেলে একজনকে জীবিত উদ্ধার ও মিষ্টি নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।