বগুড়ায় দুই মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
বগুড়া জিলা স্কুল মাঠে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে দুজনকে জেল-জরিমানা করেছে। এছাড়াও ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রকে সংশোধনের জন্য অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
বুধবার (২৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা এ অভিযান পরিচালনা করেন৷
দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া শহরের নারুলী দক্ষিণপাড়ার এলাকার আব্দুল খালেকের ছেলে চা বিক্রেতা সাব্বির আহমেদ (৩৩) ও সেউজগাড়ি এলাকার সাজু বাষফোঁড়ের ছেলে পরিচ্ছন্নতাকর্মী হৃদয় বাষফোঁড়।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা জানান, জিলা স্কুল মাঠে দীর্ঘদিন ধরে বহিরাগতরা সন্ধ্যার পর মাদকসেবন করে আসছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে ধরে জেল-জরিমানা করা হয়েছে।
এছাড়াও এক স্কুলছাত্রকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে অভিভাবকদের জিম্মার মাধ্যমে সংশোধনগারে পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস