মুফতি ফয়জুল করীম

‘নির্বাচিত হলে ৫২ বছরে যে উন্নয়ন হয়েছে, তার চেয়ে বেশি করবো’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৮ মে ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫২ বছরে বরিশাল সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে বেশি উন্নয়ন করবো।

এসময় তিনি বলেন, যারা বলছেন আওয়ামী লীগ আমাকে সাপোর্ট করছে। আমি তাদের বলতে চাই তাহলে তো আওয়ামী লীগ আমাকে নির্বাচিত করেই দিয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার (৮ মে) বিকেল ৫টায় ঢাকা থেকে বরিশালে এসে এসব কথা বলেন হাতপাখা প্রতীকের এ প্রার্থী।

এর আগে তিনি বরিশালে পৌঁছালে তাকে নিয়ে নগরীতে মোটর শোভাযাত্রা করেন দলের নেতাকর্মীরা। পরে নগরীর আমতলার মোড় পানির ট্যাংক এলাকায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

jagonews24

এসময় তিনি বলেন, ‘আমি যদি মেয়র হতে পারি তাহলে সাবেক মেয়ররাসহ সুশীল মাজের নেতাদের নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে কাজ করবো। যারা অতীতে মেয়র ছিলেন তাদের অভিজ্ঞতা-বুদ্ধি-পরামর্শ নিয়ে কাজ করবো।’

এর আগে গত ২৭ এপ্রিল নানা নাটকীয়তা শেষে সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নাম ঘোষণা করেন দলের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

শাওন খান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।