কাজের চাপে স্ট্রোক করে আইসিইউতে ব্যাংক কর্মকর্তা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১২ মে ২০২৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের অতিরিক্ত কাজের চাপ ও মানসিক নির্যাতনে মোহাম্মদ উল্লাহ নামের এক কর্মকর্তা স্ট্রোক করেছেন বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। তাকে বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টার দিকে ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপুরখিল এলাকার কেন্দ্রে কর্মরত অবস্থায় তিনি স্ট্রোক করেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

মোহাম্মদ উল্লাহ ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি বর্তমানে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন।

মোহাম্মদ উল্লাহর স্ত্রী মিফতাহুল জান্নাত নিপা বলেন, গ্রামীণ ব্যাংকের বিনিয়োগ সেক্টরে কাজ করার সুবাদে প্রতিদিনের মতো টাকা তুলতে ইসলামাবাদের ইউছুপুরখিল কেন্দ্রে যান মোহাম্মদ উল্লাহ। সেখানে কর্মরত অবস্থায় পূর্বের কোনো নোটিশ ছাড়াই জোনাল ম্যানেজার তাকে ফোন দিয়ে ঠাকুরগাঁও জোনে বদলি করা হয়েছে বলে জানান। এবং কোনো কালক্ষেপণ না করে একদিনের মধ্যে রিলিজ নিয়ে সেখানে চলে যেতে বলেন। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ উল্লাহ স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

মোহাম্মদ উল্লাহর স্ত্রীর দাবি, জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার রোমান জামান পাটোয়ারী যোগদানের পর ঈদগাঁও শাখার সব কর্মকর্তাকে বিভিন্নভাবে অতিরিক্ত কাজের চাপ প্রয়োগ এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তাদের অতিরিক্ত চাপে অনেক কর্মকর্তা বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। আবার অনেকে চাকরি ছেড়ে দিয়ে অবসরে গেছেন। এ বিষয়ে জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামীন ব্যাংকের এক কর্মকর্তা বলেন, জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার নিয়মের বাইরে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক নির্যাতনের প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে অনেকেই চাকরি ছেড়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রোমান জামান পাটোয়ারী বলেন, ‘হঠাৎ বদলির কারণে হয়তো মোহাম্মদ উল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। আমি নিজেও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু এ বিষয়ে আমাদের ওপরে দায় দেওয়া ঠিক না। আমাকেও তো অফিস সিলেট থেকে বদলি করে কক্সবাজারে পাঠিয়েছে।’

অতিরিক্ত কাজের চাপ ও মানসিক নির্যাতনের কারণে অনেকে চাকরি ছেড়ে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকে সবসময় কাজের চাপ থাকে। এটি যারা সহ্য করতে পারেননি তারাই চাকরি ছেড়েছেন। আমাকেও তো হেড অফিস সবসময় কাজের চাপের মধ্যে রাখে। আমি তো প্রেশার সহ্য করে যাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার খান মোহাম্মদ মোস্তফা কবির বলেন, আমাদের কিছু নির্দেশনা রয়েছে। তাই এ বিষয়ে মিডিয়ায় কথা বলা যাবে না।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।