সিলেটে এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা
সিলেট নগরে কয়েকশ কোটি টাকা ব্যয়ে নতুন করে ড্রেন নির্মাণ করেও জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। মঙ্গলবার (১৬ মে) বিকেলে এক ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন সড়ক, অলি-গলি পানিতে তলিয়ে যায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে নগরের সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিধবাজার এলাকায় চারলেন সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।
এ সড়ক দিয়ে চলাচলকারী মির্জা সাজ্জাদ বলেন, শুনলাম নগরের রাস্তাঘাট ও ড্রেন নির্মাণের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। আম্বরখানা থেকে টুকেরবাজার পর্যন্ত এ সড়ককে চারলেনে প্রস্তুত করে সদ্য নির্মাণ করা হলো। নতুন করে ড্রেনও নির্মাণ করা হলো। এরপরও এ সড়কের সুবিধবাজার এলাকায় জলাবদ্ধতা দুঃখজনক। পরিকল্পিত উন্নয়ন হলে তো এরকম হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, আজকের এক ঘণ্টার বৃষ্টিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার ও লন্ডনি রোড এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে আমাদের মতো পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেলে যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জাগো নিউজকে বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে উন্নয়নকাজ চলমান আছে। সুবিধবাজার-পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় আমরা দুভাগে নতুন করে ড্রেন করছি। এ এলাকার সড়কটি হচ্ছে নিচু, তাই এমন সমস্যা দেখা দিচ্ছে। কাজ শেষ হলে এই সমস্যা আর থাকবে না।
ছামির মাহমুদ/এসজে/এমএস