বাঘায় ১০০ প্রজাতির আমের প্রদর্শন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২১ মে ২০২৩

রাজশাহীর বাঘায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার (২০ মে) উপজেলা চত্বরে শুরু হওয়া মেলায় ১০০ প্রজাতির আমের প্রদর্শনী সবার নজর কেড়েছে।

মেলা ঘুরে দেখা গেছে, চত্বরের প্রধান ফটকের পাশেই রাখা হয়েছে এ আমের প্রদর্শনী। কত বাহারি নাম। এসব আম দেখতে ভিড় করছে মানুষ।

মেলায় আসা মাহমুদুল হাসান নামের এক কলেজছাত্র জানান, সাধারণত ১০-১৫ প্রজাতির আমের নাম আমরা জানি। এর বেশি আম যে বাঘাতেই হয় বা এত বিচিত্র আমের যে নাম হতে পারে সেটি আমার জানা ছিল না।

rajsahi-(3).jpg

আরও পড়ুন: ৬০ প্রকার আমসহ ১৫২ জাতের ফল

মান্নান হোসেনের বয়স ৬০ বছর। প্রায় ৪০ বছর ধরে আম চাষ করেন তিনি। মান্নান চাচা বলেন, এককালে বাঘায় অনেক প্রজাতির আম ছিল। তবে সেই আম আজ আর নেই। উচ্চফলনশীল জাতের কারণে অনেকে এসব আদি জাতের আম হারিয়ে ফেলেছে। আজ এক সঙ্গে এসব আমের জাত দেখে খুব ভালো লাগছে। আশা করছি এ আমগুলো ধরে রাখার চেষ্টা করবে সরকার।

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আমের জন্য বিখ্যাত বাঘা উপজেলা। এখানে অনেক প্রজাতির আম হয়। টেস্ট ছাড়িয়ে বিদেশেও এ অঞ্চলের আমের সুনাম রয়েছে। তবে বাণিজ্যিকীকরণ ও চাহিদার কারণে অনেক পুরাতন আমের জাত হারিয়ে যাচ্ছে। এসব আমের জাতের সঙ্গে নতুন প্রজন্ম ও মানুষকে পরিচিতি করে দেওয়ার জন্য এ উদ্যোগ।

rajsahi-(3).jpg

তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব আম সংগ্রহ করেছি। এসব আম নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করব। পাশাপাশি জাতগুলো সংরক্ষণের জন্য আমরা একটি প্লাজমা ব্যাংকও তৈরি করব। যাতে এসব জাত আর হারিয়ে যেতে না পারে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।