রাজবাড়ীতে বিএনপির ১৬১ নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২১ মে ২০২৩

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ১৬১ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার রাতে রাজবাড়ী সদর থানার এসআই মাহাবুব হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে এ মামলায় রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক ফারজানা আক্তার ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় তারা শহরে নাশকতার সময় বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় রাতে সদর থানার এসআই মো. মাহাবুর হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন জানান, এ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।