পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৩১ হাজারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৩ মে ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

মঙ্গলবার (২৩ মে) সকালে বাসুদেব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। এসময় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে বাসুদেব হলদার জানান, প্রতিদিনের মতো সহযোগীদের নিয়ে ভোরের দিকে পদ্মায় তিনি জাল ফেলেন। সকালে টেনে তুলতেই দেখেন তার জালে বড় একটি পাঙাশ আটকা পড়েছে। মাছটি ওজন করে দেখেন ২২ কেজি। পরে এটি নিলামে তোলা হয়।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করে দেবেন। বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যাবে।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।