আশুলিয়ায় ফেনসিডিলসহ তিন যুবক আটক
সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে ১৯৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব। তারা হলেন- মো. মানিক হোসেন (৩৫), মো. মাহবুর রহমান (৩১) ও মো. মহিবুর (২৬)।
বুধবার (২৪ মে) র্যাব-৪ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকালে র্যাব-৪-এর একটি আভিযানিক দল আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটকরা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আসামিরা দীর্ঘদিন মাদক কারবারিতে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য এনে সাভার, ধামরাই, আশুলিয়া ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
আরএসএম/এএএইচ/এমএস