‘রবীন্দ্রনাথ-নজরুলের চাওয়া পাওয়াকে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু’
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাহিত্যের মধ্য দিয়ে একটি সমাজকে, একটা জাতিকে জাগ্রত করা যায় সেটি কবিগুরু ও জাতীয় কবির মধ্য দিয়ে পেয়েছি। রবীন্দ্রনাথ ও নজরুল যা চেয়েছিলেন তা পারেননি। তাদের চাওয়া-পাওয়াকে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির জন্মজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েননি : খালিদ মাহমুদ চৌধুরী
বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদুল বারি, অর্থনীতি বিভাগের প্রধান ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ূন কবির।
এর আগে সকাল ৯টার দিকে দিবসটি উপলক্ষে জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা স্কুলের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জাতীয় পার্টি মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদসহ প্রমুখ।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস