এক কাতলের দাম সাড়ে ৪৯ হাজার
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল ধরা পড়েছে। শনিবার (২৭ মে) সকালে খলিল হালদার নামের এক জেলে ঘাটে নিয়ে আসেন।
খলিল হালদার জানান, বেলা ১১টার দিকে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম