খুলনা সিটি নির্বাচন
প্রার্থিতা ফিরে পেলেন শফিকুর

খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান। উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৮ মে) হাইকোর্টের বিচারপতি জাফরুল্লাহ ও বিচারপতি বশিরউল্লার দ্বৈত বেঞ্চ এক আদেশে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া এবং তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে হাইকোর্টের আইনজীবী এস এম মাহবুবুর রহমান বলেন, আদালত আমার মক্কেলের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। আমরা ন্যায়বিচার পেয়েছি।
আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আলমগীর হান্নান/এসআর/জিকেএস