সিলেটে দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ মে ২০২৩
ফাইল ছবি

সিলেটের লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা লালাদিঘি এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিকেল ৩টার দিকে তাইবা ও হাবিবা খেলতে খেলতে দিঘি সংলগ্ন বাসা থেকে বের হয়ে যায়। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে উঠতে দেখে লোকজন জড়ো হন। পরে অপর শিশুকেও দিঘি থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।