মোংলায় ভিড়েছে রূপপুরের মালামালবাহী জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৯ মে ২০২৩

২৪ দিনের মাথায় আবারও রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি আনকা স্কাই।

জাহাজটি সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। এরপর দুপুর দুইটা থেকে জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন (শিপিং) সাধন কুমার চক্রবর্তী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে গত ২৮ এপ্রিল মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম ভি আনকা স্কাই। এরপর জাহাজটি সোমবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

Mongla-3.jpg

তিনি বলেন, জাহাজে থাকা ১ হাজার ১৪৫ মেট্রিক টন ওজনের ৩৩৯ প্যাকেজের বিভিন্ন পণ্য দুপুর ২টা থেকে খালাস শুরু হয়েছে। এসব পণ্য আপাতত জেটিতে রাখা হচ্ছে। পরে সড়ক পথে এ পণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোর জেটিতে নেওয়া হবে।

এর আগে গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এম ভি আনকা সান। আর তারও আগে গত ২৫ এপ্রিল রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিল এম ভি ইয়ামাল অরলান। এছাড়া ইয়ামাল অরলানের আগে আসে এম ভি ড্রাগনবল ও এম ভি কামিল্লা।

Mongla-3.jpg

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসতে না পারা জাহাজগুলোর পণ্য ভারত ট্রানজিট হয়ে আসছে।

সম্প্রতি সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতের হলদিয়া বন্দরে খালাস করছে। পরে বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় সেখান থেকে ওইসব পণ্য আসছে মোংলা বন্দরে। আবার কোনো কোনো পণ্য ভারতের হলদিয়া বন্দর থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।

আবু হোসাইন সুমন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।