রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৯ মে ২০২৩

রাজবাড়ীর পাংশায় শিশু ধর্ষণের ঘটনায় মুন্নাফ শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৯ মে) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। মুন্নাফ শেখ উপজেলার চরঝিকড়ী গ্রামের শুকুর আলী শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জুলাই বাড়ি ফেরার পথে মুন্নাফ শেখের বাড়ির উঠানে পৌঁছালে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে। ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক গৃহবধূ দেখে চিৎকার দিলে মুন্নাফ শেখ পালিয়ে যান। পরে শিশুকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০২১ সালের ১২ জুলাই তার মা মামলা করেন। একই বছরের ২৫ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন রেজা আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা বলেন, ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।