সিলেট সিটি নির্বাচন

প্রার্থিতা ফিরে পেতে ১২ জনের আপিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৯ মে ২০২৩

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তিনজন মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থী। সোমবার (২৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত এ ১২ প্রার্থী আপিল করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরআগে ২৫ মে ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তার ও সিসিক নির্বাচনের মিডিয়া অফিসার সৈয়দ কামাল হোসেন জানান, মঙ্গলবার আপিল শুনানি হবে।

আরও পড়ুন: সিসিক নির্বাচন নিয়ে দ্রুত আমার অবস্থান স্পষ্ট করবো: মেয়র আরিফ

কামাল হোসেন আরও জানান, মেয়র পদে আপিল করেছেন, স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী ও মো. শাহ জাহান মিয়া।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামলী সরকার, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তাহমিনা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আয়না বেগম ও ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী কামরুন নাহার চৌধুরী।

এছাড়া সাধারণ কাউন্সিলরদের মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ, খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ডে মাওলানা মো. রফিকুল ইসলাম ও ৩৯ নম্বর ওয়ার্ডে মো. শাহাব উদ্দিন লাল আবেদন করেন।

সিলেট সিটি করপোরেশনের নির্বাচন আগামী ২১ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ছামির মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।