রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, অভিযানে ফেয়ার ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার ও গ্রাম-বাংলা পোল্ট্রি মেডিসিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, ফরিদপুর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ সাহেদ, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো. আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিসের নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক এর সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম