খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০১ পিএম, ২৯ মে ২০২৩

খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ মে) সকালে নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন করেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১ লাখ ৬৭ হাজার ২৭৪ জন ও পুলিশের ২১ হাজার ২৮৪ জন শান্তিরক্ষী সদস্য বিশ্বের ৪০টি দেশে ৬৩টি মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১৪টি মিশনে সশস্ত্র বাহিনী ও পুলিশের ৭ হাজার ৪৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এ পর্যন্ত সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৬৭ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।