সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৭ সদস্য গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩০ মে ২০২৩

সাভারের সিঅ্যান্ডবি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে সোমবার (২৯ মে) রাত সোয়া ১০টার দিকে সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাভারের দক্ষিণ জামসিং এলাকার আব্দুর রবের ছেলে মো. বাবু (২৪), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে মো. মহিউদ্দিন ময়না (৩৩) ও তার ভাই মো. সাদ্দাম হোসেন (৩২), সাভারের আড়াপাড়া এলাকার মো. মজিদের ছেলে মো. রবিন (২৬), রাজবাড়ী সদর থানার চিতইবাজার এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে মো. সোহান (২০), সাভারের কলমা এলাকার মো. ফজলের ছেলে মো. রিপন (২৫) এবং সাভারের জামসিং এলাকার আকরাম আলীর ছেলে মো. জামাল (৩৫)।

ডিবি পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এক দল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সুইচগিয়ার, লোহার তৈরি চাকু, লোহার রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির জন্য সমাবেত হয়েছেন এবং দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করে আসছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।