খুলনায় নবীন নাবিকদের শিক্ষাসমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:১৩ পিএম, ৩১ মে ২০২৩

খুলনায় নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) খুলনার বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজে ৭৭৩ জন নবীন নাবিক অংশ নেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, নবীন নাবিকদের আগামী দিনে দেশের সমুদ্রসীমা রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সব নৌ সদস্যকে স্বীয় কর্মে ব্রতী হতে হবে।

আরও পড়ুন: নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রথম হন মো. মেহেদী হাসান মারুফ, দ্বিতীয় মো. আল-আমিন দ্বিতীয় ও তৃতীয় মো. ইব্রাহীম। তাদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান।

মনোজ্ঞ এ কুচকাওয়াজে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোর এলাকার উচ্চপদস্থ সামরিক-অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।