রাস্তার পাশে সন্তানের জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:১০ এএম, ০১ জুন ২০২৩
পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারসাম্যহীন নারী

খুলনার পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গড়ইখালী বাজারস্থ অটোস্ট্যান্ডের রাস্তার পাশে ওই নারী সন্তান প্রসব করেন। এ সময় পথচারী ও আশপাশের মানুষ ভিড় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্তান জন্ম দেওয়ার পর ভারসাম্যহীন নারী ইশারা ইঙ্গিতে বাচ্চার প্রতি টান দেখালেও বুকের দুধ খাওয়াতে আপত্তি করছেন। বিকেলে সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ঘটনাস্থলে পৌঁছে ভারসাম্যহীন মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাকেশ মন্ডল পরীক্ষা নিরীক্ষা শেষে জানান, মায়ের সামান্য রক্ত শূন্যতা থাকলেও দুজনই সুস্থ আছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জাগো নিউজকে বলেন, মা-শিশুর ওষুধ ও খাবারসহ সব কিছুই সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জাগো নিউজকে বলেন, শিশুর ভবিষ্যতের জন্য আলোচনা সাপেক্ষে কোনো পরিবার বা প্রতিষ্ঠানকে দত্তক দেওয়া যেতে পারে। ভারসাম্যহীন ওই নারী কোনো মহল্লা বা গ্রামে থাকলে সরকারি ভাতা বা সব সুযোগ দেওয়া হবে।

আলমগীর হান্নান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।