রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর
রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা অটোরিকশাচালক মোহাম্মদ রফিক জানান, এ কলোনিতে তিন শতাধিক মুসলিম ও তিন শতাধিক সুইপার পরিবার বসবাস করেন। রাত সাড়ে ৯টার দিকে বাবুর্চি মিন্টু মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে সোয়া ১০টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মিন্টুসহ আশপাশের অন্তত ১৫টি পরিবারের টিনের ঘর ও মালামাল পুড়ে গেছে।
আরও পড়ুন: আগুন নেভানোর এই যন্ত্র যেভাবে ব্যবহার করবেন
স্থানীয় শিক্ষার্থী তাহসান হোসেন বলেন, আগুন লাগা দেখে ৯৯৯ এ ফোন দেই। এরপর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
জিতু কবীর/আরএইচ/এমএস