সড়কের দুই পাশ পরিষ্কার করলেন প্রাণের দুই শতাধিক কর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৩ জুন ২০২৩

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যসহ সড়কে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের দুই শতাধিক কর্মী। শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর বিসিকসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

এর আগে প্রাণ ফ্যাক্টরি থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিসিকি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় পরিষ্কার অভিযান। ঝাড়ু, ব্যাগ ও গ্লাভস পড়ে পরিষ্কার অভিযান নামেন প্রাণের কর্মীরা।

RAJSAHI-(3).jpg

আরও পড়ুন: সিলেটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে প্রাণ-আরএফএল গ্রুপের ক্যাম্পেইন

নগরীর বিসিক, মঠপুকুর, সপুরা সিল্কের মোড়সহ আশপাশের এলাকায় সড়কের দুই পাশে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্যসহ অন্যান্য আবর্জনা তুলে নেন।

RAJSAHI-(3).jpg

অভিযানে প্রাণের জুনিয়ার অ্যাক্সিকিউটিভ (এডমিন) শাজাহান আলী, সুপারভাইজার শাকিল শেখ, সহকারী সুপারভাইজার মতিউর রহমান, সিকিউরিটি ইনচার্জ আব্দুর রহমানসহ রাজশাহীতে কর্মরত প্রাণ গ্রুপের অন্তত দুইশ কর্মচারী এতে অংশ নেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।