ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না: খালেক

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না। এদেশের জনগণ সংকল্প করেছে আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করে খুলনা তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
শনিবার (৩ জুন) সকালে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা আমার কথা পাইরেসি করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপতৎপরতায় মেতে উঠেছে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। খুলনার মানুষ জানে আমি কেমন মানুষ। ১২ জুন ভোট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
এদিন তিনি ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার, পুরাতন গল্লামারী রোড, কোবা মসজিদ, আন্দিরপুকুর, পশ্চিম বানিয়া খামার মেইন রোড, বিহারী কলোনী, বাঁশতলা, বসুপাড়া, আমতলা এবং ২৫নং ওয়ার্ডের ইসলাম কমিশনারের মোড়, সোহরাওয়ার্দ্দী কলেজ রোড, শান্তিবাগ, বসুপাড়া এতিমখানা, সিদ্দিকীয় মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নারী উদ্যোক্তা, পূজা উদযাপন পরিষদ, খুলনা ভিশন, শিক্ষক, বরিশাল কল্যাণ সমিতি, ধর্মসভা মন্দিরে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, খুলনা ভিশনের এমডি ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, অধ্যাপক রুনু ইকবাল বিথার প্রমুখ।
আলমগীর হান্নান/এফএ/এএসএম