জাল টাকাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৬ জুন ২০২৩
ছবি- সংগৃহীত

বগুড়ায় ৫০ হাজার টাকার জাল নোটসহ সচীন চন্দ্রকে (৪৪) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) সকালে র‌্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলার সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে সচীনকে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা সদরের খোলাহাটি এলাকার মৃত রাস মহন্তের ছেলে।

র‌্যাব-১২ বগুড়া বিজ্ঞপ্তিতে আরও জানায়, সচীন জালনোট বিক্রির জন্য বগুড়ায় আসেন। খবর পেয়ে তাকে সরকারি শাহ সুলতান কলেজের গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। তার হাতব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ১০০ টাকার জাল নোট পাওয়া যায়। নোটগুলোর মধ্যে এক হাজার, ৫০০ ও ১০০ টাকার নোট ছিল। কুরবানি ঈদে পশুর হাট টার্গেট করে জালনোট বিক্রির জন্য সচীন বগুড়ায় আসেন।

র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, সচীনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। সোমবার রাতেই তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সচীনের সঙ্গে বগুড়ায় এই জাল নোট কারবারে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।