সুনীল অর্থনীতির জোয়ারে যেন সমুদ্র দূষণ না হয়: ইয়াফেস ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৮ জুন ২০২৩
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয় সম্ভব হয়েছে। বিশাল এ সমুদ্র ঘিরে উন্মোচিত হবে সুনীল অর্থনীতির দ্বার। তবে ব্লু-ইকোনমির জোয়ারে সমুদ্রকে দূষণ না করার অনুরোধ জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) হলরুমে আলোচনা সভায় তিন এ অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ব্লু-ইকোনমির ব্যাপক সম্ভাবনা আছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মেরিন ড্রাইভের হিমছড়ির পেঁচারদ্বীপে ৪০ একর জমিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় ছয় বছর আগে। এ প্রতিষ্ঠান সমুদ্র সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমুদ্রের বিপুল সম্পদ রক্ষার মাধ্যমে ভোগ করতে পারবে এ দেশের মানুষ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেসের মতে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল দেশের সবকিছু শেষ হয়ে গেছে বলে প্রচারণা চালায়। এটা ঠিক নয়, যারা ভালোবাসতে জানে, তারা কঠোরও হতে জানে। আমাদের তরুণরা উদাহরণ তৈরি করবে। সমুদ্র গবেষণায় তরুণ বিজ্ঞানীদের সমন্বয় ঘটেছে। এভারেস্টে বাংলাদেশের দুই তরুণ-তরুণী পতাকা উড়িয়েছে। সমুদ্র সম্পদের সফল ব্যবহার নিশ্চিত করে তরুণ বিজ্ঞানীরা সমুদ্রের বুকে চূড়ান্ত বিজয় নিশানা উড়াবে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বায়োলজিক্যাল বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সীমা রানীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বোরির অতিরিক্তে দায়িত্ব প্রাপ্ত মহাপরিচালক মো. মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।