রাজশাহী সিটি নির্বাচন

জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা, দুপক্ষের বাগবিতণ্ডা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১০ জুন ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। এসময় দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

শনিবার (১০ জুন) দুপুরে রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টি অফিসে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করে জাতীয় পার্টির প্রার্থী। ইশতেহার ঘোষণা শেষে উপস্থিতির পরিচয় বলতে চেয়ারম্যানের উপদেষ্টা পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ঘটনা ঘটে।

সেখানে দেখা যায়, জাতীয় পার্টির রাজশাহী জেলার সভাপতি আবুল হোসেনের পরিচয়ে চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দেওয়া হয়নি। এ নিয়ে তিনি ক্ষিপ্ত হন। পরে তিনি মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর উপর রাগারাগি করেন। তখন দুই পক্ষের বাগবিতণ্ডা চলাকালীন সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যান জাতীয় পার্টির প্রার্থী স্বপন।

Election

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের প্রার্থীর ২৯ দফা ইশতেহার

বাগবিতণ্ডা সম্পর্কে চানতে চাইলে মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, রাজশাহী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আছেন রাহাদ হোসেন। তার চিঠিও আছে। তবে জেলার সভাপতি আবুল হোসেন নিজেকে চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। তার কোন কাগজ নেই। তাহলে তাকে কেন আমারা উপদেষ্টা বললো। আমি উপস্থাপনা করছিলাম। তিনি তার পদবী দাবি করছিল। অন্যকিছু না। এখন চিঠি ছাড়া আমরা তো কাউকে উপদেষ্টা বলতে পারি না। এই নিয়েই বাকবিতণ্ডা হয়।

এবিষয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ইশতেহার ঘোষণার পর আমাদের জেলার সভাপতির সঙ্গে পদবী নিয়ে আমাদের এক কর্মীর বাগবিতণ্ডা হয়। তার পদবীটা দিতে গিয়ে তিনি ভুল করেছেন। সেখানে তিনি তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এটাতো উচিত নয়। একজন জ্ঞানী মানুষ কেন এটি করবে।

তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো এটা কাউন্টারে নিয়েন না। ভাই হিসেবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। যা হয়েছে এটা বিশাল কিছু না।

সাখাওয়াত হোসেন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।