ময়মনসিংহে নামলো স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ জুন ২০২৩
ফাইল ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ইস্তিস্কার নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করেন সহস্রাধিক মুসল্লি। নামাজ আদায়ের দুই ঘণ্টা পর মুষলধারে বৃষ্টি শুরু হয়।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় উপজেলার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামের দায়িত্ব পালন করেন, উত্তর ময়মনসিংহের প্রখ্যাত আলেম মুফতি জামাল উদ্দিন। নামাজে সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দাবদাহ থেকে মুক্তির পেতে মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আর্তনাদ করেন।

এদিকে নামাজ শেষ হওয়ার দুই ঘণ্টা পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে কমেছে দাবদাহ। জনমনে ফিরেছে স্বস্তি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।